বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহের সময় হামলার শিকার হন সাংবাদিকরা
Published : 13 Sep 2022, 06:15 PM
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল প্রেসক্লাব।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার এক বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
বিবৃতিতে নেতারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
রোববার বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের বিদ্যাভূষণ পাড়ায় খবর সংগ্রহ করতে গিয়ে ‘অবৈধ দখলদারদের’ হামলার শিকারদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর ছাড়াও রয়েছেন বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তৌহিদ মিয়া এবং দেশসেবা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা।
আরও পড়ুন:
হবিগঞ্জে রামনাথ বিশ্বাসের বাড়িতে সাংবাদিকদের উপর ‘দখলদারদের’ হামলা
হবিগঞ্জ প্রেসক্লাবের জরুরি সভা, সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি