শার্শার সীমান্তে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ একজন আটক

গত এক বছরে এ সীমান্তে ২১টি অভিযানে মোট ৫৭ কেজি সোনা আটক হয়েছে বলে বিজিবির ভাষ্য।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2023, 02:17 PM
Updated : 17 Jan 2023, 02:17 PM

যশোরের শার্শার সীমান্ত থেকে প্রায় সাড়ে সাত কেজি ওজনের সোনার বার আটক হয়েছে, যেগুলো ভারতে পাচার হচ্ছিল বলে বিজিবির দাবি।

মঙ্গলবার দুপুরে সীমান্ত এলাকা পাঁচভূলোটের নয়কোনা বটতলায় এ অভিযান চালানো হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান। 

আটক আব্দুর রাজ্জাক (৪৮) বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের প্রয়াত শমসের সর্দারের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, পাঁচভূলোট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ‘ভারতে পাচারের’ জন্য আনা হচ্ছে – এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হলে সে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।

“তার দেহ তল্লাশি করলে মোটরসাইকেলের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৩টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৭ দশমিক ৩৩৭ কেজি।”

এই সোনার বাজারমূল্য ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার ১৯৪ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

তিনি জানান, আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক স্বর্ণসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানিয়েছেন, গত এক বছরে এ সীমান্তে ২১টি অভিযানে মোট ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ওইসব ঘটনায় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত সন্দেহে ২১ জনকে আটক করা হয় এবং আটক সোনার বাজারমূল্য ৪২ কোটি টাকা।

 আরও পড়ুন:

শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার  

বেনাপোল সীমান্তে ১৭ সোনার বারসহ আটক ২

শার্শার সীমান্তে আরও প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার  

এবার যশোরের আরেক সীমান্তে জব্দ ৯ কেজি সোনা

এবার যশোরের শাহাজাদপুর সীমান্তে জব্দ ৯ কেজি সোনা

বেনাপোল সীমান্তে আরও দেড় কেজি সোনা উদ্ধার

শার্শা সীমান্তে আরও সোনা জব্দ, ২ দিনে ২৬ কেজি

বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি স্বর্ণসহ দুইজন আটক