বেনাপোল সীমান্তে ১৭ সোনার বারসহ আটক ২

জব্দ বারগুলোর ওজন এক কেজি ৯৮৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে বিজিবি জানায়।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2022, 03:08 PM
Updated : 24 Dec 2022, 03:08 PM

যশোরের বেনাপোল সীমান্তে দুটি অভিযানে ১৭টি সোনার বারসহ দুজনকে আটক করা হয়েছে। 

শনিবার বিকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে বারসহ তাদের আটক করা হয়েছে বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান। 

জব্দ বারগুলোর ওজন এক কেজি ৯৮৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে বিজিবি জানায়।  

এ ঘটনায় আটকরা হলেন, বেনাপোলের পুটখালি গ্রামের প্রয়াত আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৪) এবং একই গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)। 

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “ভারতে সোনা পাচারের গোপন সংবাদে দুটি অভিযানে তাদের আটক করা হয়।”  

তিনি বলেন, পুটখালি সীমান্তে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে দাঁড়াতে বললে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পেছনে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে যায় পাচারকারিরা। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১৫টি সোনার বার পাওয়া যায়। 

“কিছু সময় পর একই স্থানে সন্দেহভাজন আরও দুই মোটরসাইকেল আরোহীর গতি রোধ করা হয়। এ সময় মোটরসাইকেলে পাওয়া দুটি বারসহ তাদের আটক করা হয়।” 

আটকদের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দায়ের করে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধেও মামলা হবে এবং তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা মোহাম্মদ তানভীর রহমান।