শার্শা সীমান্তে আরও সোনা জব্দ, ২ দিনে ২৬ কেজি

সবশেষ সাড়ে ৯ কেজি সোনার বার আটক করে বিজিবি জানায়, এর বাজারমূল্য পৌনে সাত কোটি টাকার বেশি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2022, 05:15 PM
Updated : 17 Nov 2022, 05:15 PM

আগের রাতে সাড়ে ১৬ কেজির পর যশোরের শার্শা সীমান্ত থেকে আরও সাড়ে নয় কেজির সমপরিমাণ ৮২টি সোনার বার জব্দ করেছে বিজিবি। 

বৃহস্পতিবার রাতে উপজেলার পাচভূলোট সীমান্তের রহমতপুর গ্রাম থেকে বারগুলো জব্দ করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান। 

বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৬ কেজি সোনাসহ দুজনকে আটকের এক দিনের মাথায় এ চালান আটকের খবর দিল সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বাহিনীটি।

বারগুলো ভারতে পাচার হচ্ছিল দাবি করে বিজিবি জানায়, জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা। 

বিজিবি কর্মকর্তা তানভীর জানান, সোনা পাচারের গোপন সংবাদে শার্শার পাঁচভূলোট সীমান্ত ব্যাটালিয়নের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে থামতে বলা হয়। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন।

পরে বিজিবির ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যান।  

“তার ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন নয় কেজি ৫৫৮ গ্রাম।” 

এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে; পাচারকারীকে আটকে অভিযান চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

Also Read: বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি স্বর্ণসহ দুইজন আটক