বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি স্বর্ণসহ দুইজন আটক

আটক স্বর্ণের বাজারমূল্য ১৫ কোটি ৪৩ লাখ টাকার বেশি বলে বিজিবি জানিয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2022, 06:41 PM
Updated : 16 Nov 2022, 06:41 PM

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৬ কেজি স্বর্ণসহ দুইজন আটক হয়েছেন; যাদের পাচারকারী বলছে বিজিবি।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে চালানটি আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

আটকরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুরের মতলব উওর পজেলার কালিপুর বাজারের বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালায় বিজিবির একটি টহলদল। আমড়াখালি বিজিবি চেকপোস্টে একটি পিকআপ ভ্যান তল্লাশি করার সময় ওই দুই যুবকের আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করা হয়।

"পরে তাদের দেখিয়ে দেওয়া স্থানে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১২টি স্বর্ণের বার পাওয়া যায়; যেগুলোর ওজন ১৬ কেজি ৫১২ গ্রাম। আটক এই স্বর্ণের বাজারমূল্য ১৫ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।”

এ ব্যাপারে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।