ধাওয়া খেয়ে পাচারকারী ভারতে পালিয়ে যান বলে বিজিবি জানায়।
Published : 19 Nov 2022, 10:24 PM
এবার যশোরের শাহাজাদপুর সীমান্ত থেকে নয় কেজি ওজনের সোনার বার জব্দ করেছে বিজিবি।
শনিবার রাতে মৎসমপুর এলাকায় এই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
এই নয় কেজি নিয়ে টানা চারদিনে জব্দ সোনার পরিমাণ দাঁড়াল সাড়ে ৩৬ কেজি।
গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার জেলার শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে সাতাশ কেজি সোনা জব্দ করা হয়েছিল।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, রাতে শাহজাদপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে সংবাদে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সেখানে অভিযান পরিচালনা করে।
মিনহাজ বলেন, এ সময় শাহজাদপুর সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার ৩৮/৮৫-টি পিলারের পাশে কাঁটাতারের কাছাকাছি কৃষকবেশি দুই ব্যক্তি একটি মরিচ ক্ষেতে অবস্থান করছিলেন। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের দিকে চলে যান।
"পরে মরিচ ক্ষেতে চিরুনি তল্লাশি করে মাটির নিচে লুকিয়ে রাখা দুটি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দিয়ে চারটি বড় বান্ডিলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ৯ কেজি ২৮০গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য ৮ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা।"
এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
আরও পড়ুন:
বেনাপোল সীমান্তে আরও দেড় কেজি সোনা উদ্ধার