বেনাপোল সীমান্তে আরও দেড় কেজি সোনা উদ্ধার

বুধবার ও বৃহস্পতিবার এই সীমান্ত এলাকা থেকে ২৬ কেজি সোনা জব্দ করা হয়।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2022, 01:48 PM
Updated : 18 Nov 2022, 01:48 PM

যশোরের শার্শা উপজেলার সীমান্তে পরপর দুই দিন বড় আকারের দুটি সোনা চোরাচালান ধরার পর তৃতীয় দিনও ১৫টি সোনার বার জব্দ করেছে বিজিবি; যেগুলো ভারতে পাচার হচ্ছিল বলে বিজিবির ভাষ্য।  

শুক্রবার বিকালে বেনাপোলের দৌলতপুর গ্রামের বালুরমাঠ পাকা রাস্তার ব্রিজ থেকে এক ব্যক্তিকে এই সোনাসহ আটক করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান। 

আটক এমানুর রহমান (১৮) বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে। 

অধিনায়ক কর্মকর্তা তানভীর রহমান বলেন, বেনাপেলের পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে সংবাদে ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

“এই সময় বাইসাইকেল আরোহী ওই তরুণের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।” 

তিনি জানান, পরে তার বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচে ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। 

এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা। 

সাম্প্রতিক সময়ে এই এলাকায় ঘন ঘন সোনা চোরাচালান ধরা পড়ার ঘটনা ঘটছে। 

বৃহস্পতিবার রাতে শার্শার উপজেলার পাচভূলোট সীমান্তের রহমতপুর গ্রাম থেকে সাড়ে নয় কেজির সমপরিমাণ ৮২টি সোনার বার জব্দ করে বিজিবি।  

এর আগের দিন বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৬ কেজি সোনাসহ দুজনকে আটক করা হয়। 

আরও পড়ুন:

শার্শা সীমান্তে আরও সোনা জব্দ, ২ দিনে ২৬ কেজি

বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি স্বর্ণসহ দুইজন আটক