শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জব্দ করা স্বর্ণ শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2023, 07:22 AM
Updated : 7 Jan 2023, 07:22 AM

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

শনিবার ভোরে শার্শার পাঁচভূলাট সীমান্ত থেকে স্বর্ণের চালানগুলো উদ্ধার করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।

তবে পাচারকারিরা স্বর্ণ ফেলে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।

কর্নেল তানভীর বলেন, পাঁচভূলাট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির সদস্যরা সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামার নির্দেশ দিলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে তার মধ্যে ১৭টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক দশমিক ৯৮৩ কেজি এবং বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

তিনি বলেন, জব্দ করা স্বর্ণ শার্শা থানায় জমা দেওয়া হয়েছে। আর পলাতক দুই পাচারকারি শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।