বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকলে ডাকাতদের সঙ্গে পরিবারের সদস্যদের ধস্তাধস্তির এক পর্যায়ে ওই গৃহবধূকে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।
Published : 07 Feb 2024, 05:05 PM
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন নিহতের স্বামী। ডাকাতিতে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
বুধবার ভোররাতে উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম।
নিহত মোর্শেদা বেগম সুইটি (৩২) ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। সুইটি ছড়ান ডিগ্রি কলেজের সহকারী লাইব্রেরিয়ান ছিলেন।
আহত মিজানুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ আলিম মাদরাসার শিক্ষক।
পরিবারের বরাতে ওসি নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেষরাতে বাড়ির দরজা ভেঙে একদল দুর্বৃত্ত ডাকাতির চেষ্টা করেন। এতে বাধা দেন সুইটি ও তার স্বামী। ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করেন।
চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সুইটি মারা যান।
মিজানুর সুস্থ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার মূল কারণ জানা যাবে বলে জানান ওসি।
ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে রংপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।