দুই মামলায় জামিন পেলেন মাহির স্বামী রকিব

বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মারামারি, ভাংচুর, চাঁদাদাবি ও জমি জবর-দখলের অভিযোগে মাহি ও রকিবের নামে দুটি মামলা হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2023, 03:06 PM
Updated : 20 March 2023, 03:06 PM

চিত্রনায়িকা মাহিয়া মাহির পর তার স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকারও দুটি মামলায় জামিন পেয়েছেন। 

সোমবার গাজীপুর মহানগর হাকিম আদালত-৪ এ জামিন আবেদন করলে বিচারক মো. নিয়াজ মাখদুম তা মঞ্জুর করেন বলে জানান গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক।

রকিব সরকার গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে শনিবার মাহিয়া মাহিকেও দুই মামলায় জামিন দেন গাজীপুর মহানগর হাকিম আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন।

আহসানুল হক বলেন, দুপুর আড়াইটার দিকে রকিব সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম নিয়াজ মাখদুম দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বাসন থানার এস আই মো. রুকন মিয়ার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেনের দায়ের করা মারামারি, ভাংচুর, চাঁদাদাবি ও জমি জবর-দখলের অভিযোগে গত শুক্রবার রাতে মাহিয়া মাহি এবং তার স্বামী রকিব সরকার নামে মামলা করেন।

এর আগে শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। একই মামলার আসামি রকিব সরকার সেদিন দেশে না এসে পরদিন রোববার সকালে দেশে ফিরেন।

রকিবের আইনজীবী আনোয়ার সা’দত সরকার বলেন, “রকিব সরকারের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলাসহ দুইটি মামলায় জামিন দিয়েছেন আদালত। পরবর্তী পুলিশের প্রতিবেদন আসার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।”

এ সময় আদালতে রকিবের সঙ্গে তার স্ত্রী মাহিয়া মাহি উপস্থিত ছিলেন বলে জানান তার আরেক আইনজীবী রিপন চন্দ্র সরকার।

রকিবের পক্ষে আদালতে জামিন শুনানিতে অংশ নেন গাজীপুর আইজীবী সমিতির সভাপতি মো. আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, আনোয়ার হোসেন সরকার, রিপন চন্দ্র সরকার, কামরুল হাসান এবং রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত কৌঁসুলি (পিপি) মো. মকবুল হোসেন।

আরও পড়ুন

Also Read: দেশে ফিরেছেন মাহির স্বামী রকিব সরকার

Also Read: জামিন পেলেন মাহিয়া মাহি

Also Read: লাইভে পুলিশের বিরুদ্ধে বলে ভুল করেছি: মাহি

Also Read: সাড়ে ৫ ঘণ্টা কারাবাসের পর মুক্ত মাহি

Also Read: মাহি লাইভে এসে মিথ্যা বলেছেন: মোল্যা নজরুল

Also Read: চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

Also Read: চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তার স্বামীর বিরুদ্ধে দুই মামলা

Also Read: মাহিয়া মাহির স্বামীর গাড়ির শো-রুমে হামলা-ভাঙচুরের অভিযোগ