নির্বাচন কমিশনাররা সিসি ক্যামেরায় ভোট দেখে বলছেন, ভোট এবার ‘সুন্দর’ হচ্ছে, গতবারের মত অনিয়মের চিত্র নেই।
Published : 04 Jan 2023, 12:03 PM
গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের পুনর্ভোটে কেন্দ্রে কেন্দ্রে গোপন কক্ষে এবার আর ‘ডাকাত’ দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
গোপন কক্ষে ভোটার ছাড়াও অবাঞ্ছিত লোকের উপস্থিতি আর নানা অনিয়মের কারণে আড়াই মাস আগে এ উপ নির্বাচন মাঝপথে বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন।
১২ অক্টোবর সেই ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, “আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটা। আপনারাও দেখতে পেয়েছেন। গোপন কক্ষে (অন্য লোক) ঢুকছে, সুশৃঙ্খলভাবে হচ্ছে না। … ইভিএমের কোনো দোষ নেই। একই রঙের পোশাক পরে আচরণবিধি লঙ্ঘন করে এসব করছে। এটা সুশৃঙ্খল ভোটের পরিপন্থি। এরাই ডাকাত, এরাই দুর্বৃত্ত।”
ব্যাপক কড়াকড়ি আর নজরদারির মধ্যে বুধবার সেখানে ইভিএমে পুনর্ভোট হচ্ছে। আগেরবারের মতই ঢাকা থেকে সিসি ক্যামেরায় ১৪৫টি কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনাররা। এবার তারা ভিন্ন চিত্র দেখার কথা বলছেন।
গাইবান্ধার ভোটে ২ ঘণ্টায় কোনো অনিয়ম ‘দেখেনি’ ইসি
এবার ‘ডাঙ্গাডাঙ্গি নাই’, ভোট দিয়ে খুশি গাইবান্ধার ভোটাররা
কনকনে শীত আর কড়া নজরদারিতে পুনর্ভোটে গাইবান্ধা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, “গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই; আমরা এ পর্যন্ত ডাকাত দেখিনি। অন্য লোকের উপস্থিতি আমাদের চোখে পড়েনি। ভোটাররা যারা আসছে, তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছে।”
তবে কনকনে শীতের মধ্যে ভোটের প্রথম আড়াই ঘণ্টায় উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। ওই সময় পর্যন্ত ১০ শতাংশের মত ভোট পড়েছে বলে ধারণা দেন এ নির্বাচন কমিশনার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সকালে থেকে আমরা দেখতে পাচ্ছি- সাড়ে ৮টা থেকে ইভিএমে একযোগে শুরু হয়েছে। এ পর্যন্ত ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখা মতে ভালো হচ্ছে। সুন্দর হচ্ছে এ পর্যন্ত। কোনো অনিয়ম নাই। গতবার যে সিচুয়েশন দেখতে পাচ্ছিলাম, এবার সে সরকম সিচুয়েশন নেই।”
তার ভাষায়, “যারা অনিয়ম করার জন্য আগ্রহী থাকেন, সিসি ক্যামেরা থাকার কারণে তাদের আগ্রহটা অনেক প্রশমিত হয়ে গেছে।”
গাইবান্ধায় পুনর্ভোটেও অনিয়মকে ‘প্রশ্রয় দেবে না’ ইসি
গাইবান্ধার রিটার্নিং অফিসারসহ শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি
ভোটকেন্দ্রের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: সিইসি
এ নির্বাচনী এলাকার ৩২টি কেন্দ্র পড়েছে দুর্গম চরাঞ্চলে। তীব্র শীতের কারণে দুপুর পর্যন্ত উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন কিছুটা বেড়েছে বলে জানালেন রাশেদা সুলতানা।
নির্বাচন কমিশনের পঞ্চম তলায় ইসির নিয়ন্ত্রণ কক্ষে বসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমানও ভোট পর্যবেক্ষণ করছেন।