গাইবান্ধার পুনর্ভোটে কোথাও কোনো গোলযোগের খবর নেই, সমস্যা শুধু কনকনে শীত।
Published : 04 Jan 2023, 11:26 AM
একবার ভোট বাতিল করে কড়াকড়ি আর হুঁশিয়ারিতে শৃঙ্খলা ফিরেছে গাইবান্ধা-৫ উপ নির্বাচনে; নির্ঝঞ্ঝাটে ভোট দিতে পেরে ভোটাররাও খুশি।
রোববার সকাল সাড়ে ৮টায় যখন এ আসনের পুনর্নিবাচনে ভোটগ্রহণ শুরু হয়, তখন চারপাশ কুয়াশায় ঢাকা। কেন্দ্রের বাইরে লাইন ছিল তুলনামূলকভাবে ছোট, যারা এসেছেন, ভোট দিয়ে বাড়ি ফিরে গেছেন নির্বিঘ্নেই। সমস্যা বলতে শুধু শীত, সেটা তো নির্বাচন কমিশনের হাতে নেই।
সকাল সকাল সাঘাটা উপজেলার ভাঙ্গামোর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ভাঙ্গামোর গ্রামের এরশাদুল ইসলাম (৪৮)। জিজ্ঞাসা করতেই গত ১২ অক্টোবরের ভোটের সঙ্গে তুলনা এল তার কথায়।
এরশাদ বললেন, “গতবারের ডউল ভোট কেন্দ্রত ডাঙ্গাডাঙ্গি (মারামারি ) আর নাটি (লাঠি) নিয়ে দৌড়াদৌড়ি নাই। কেন্দ্রেত যায়া সুন্দর পরিবেশে ভোট দিয়া আনু।”
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ হাইস্কুল কেন্দ্রে নিজের ভোটটি দিয়ে একই সুরে কথা বললেন ঘোলদহ গ্রামের হবিবুর রহমান।
তার ভাষায়, “গতবার হাত ধরি টানাটানি। হামি দিম একঠাঁই ভোট; ওমরা জোর করি নিল আরেকঠাঁই। গতবারের ডউল এবার টানাটানি নাই। ভোট ভাল দিছি- আলহামদুলিল্লাহ।”
একই কেন্দ্রে এবার নিজের পছন্দমত ভোট দিতে পেরে দারুণ খুশি ষাটোর্ধ্ব মাজেদ আলী। তিনি বললেন, “গতবার ভোট দিবের পাই নেই। ওমরা জোর করি হামার ভোটটা মারি নিছিল। এবার ওংকা হয় নাই; ভোটটা নিজে দিবের পাছি। ভাল লাগতিছে।”
তফসিল অনুযায়ী গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটের আয়োজন হয়েছিল গত ১২ অক্টোবর। কিন্তু ঢাকা থেকে সিসি ক্যামেরায় কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক অনিয়ম দেখে উদ্বিগ্ন নির্বাচন কমিশন মাঝবেলাতেই পুরো আসনের ভোট বন্ধ করে তদন্তের নির্দেশ দেয়।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরে রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রিজাইডিং অফিসার, পুলিশের উপ-পরিদর্শক, নির্বাহী হাকিমসহ শতাধিক ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়।
এর ধারাবাহিকতায় বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনর্ভোট হচ্ছে। আগের তফসিলে যারা প্রার্থী হয়েছিলেন, তারাই পুনর্ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।
পুনর্ভোটে অনিয়মের পুনরাবৃত্তি হলে যে ছাড় দেওয়া হবে না, সেই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন নির্বাচন কমিশনাররা।
সকাল থেকে এ নির্বাচনী এলাকার ১৪৫টি কেন্দ্রে ইভিএমে ভোট চলছে, আগের বারের মতই সিসি ক্যামেরায় ঢাকা থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে ভোটের পরিস্থিতি।
একটাই নির্বাচন, কিন্তু ভোট দিলেন দুইবার– দৃষ্টি আকর্ষণ করতেই রনজু মিয়া নামের এক ভোটার বললেন, “ওবার (গতবার) ভোট হচে টানাটানির; যাই যারটা মারি নিবের পায়। এবার কোনো ঝামেলা নাই। ভালভাবে ভোট দিছি।”
নির্বাচনী কর্মকর্তারা জানান, সকালে ঘন কুয়াশা আর শীতের কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে কেন্দ্রে ভোটার বেড়েছে ।
এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন, দুপুর পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর তারা পাননি।