বার্জটি কোথায় থেকে ভেসে এসেছে তা এখনও জানা যায়নি।
Published : 24 Oct 2022, 07:04 PM
ঘূর্ণিঝড় সিত্রাং এর তোড়ে কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপে ভেসে এসেছে কংকর বোঝাই একটি বার্জ।
টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী জানান, সোমবার দুপুরে ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে এ বার্জটি ভেসে আসে। তবে ভেসে আসা বার্জটিতে কোনো লোকজন নেই।
“স্থানীয়রা বার্জটি ভেসে আসতে দেখে প্রশাসনকে অবহিত করে। এতে পাথর ও কংকর বোঝাইয়ের আলামত দেখা গেছে।”
সেখানে বার্জটি এখনও ভাসমান অবস্থায় রয়েছে বলে জানান এরফানুল হক।
তবে ভেসে আসা বার্জটি কোন দেশের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে এটি ভেসে এসেছে বলে জানান ভারপ্রাপ্ত ইউএনও।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, বার্জটির ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। প্রশাসন সেটি নিরাপদে উপকূলে অবস্থানের ব্যবস্থা নিচ্ছে।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদ জানান, ভেসে আসা বার্জটির নিরাপদ অবস্থান এবং নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে।