যাত্রী নিয়ে মাইক্রোবাসটি পাবনার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
Published : 18 Apr 2025, 02:51 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার ভোরে পাবনা-নগরবাড়ি মহাসড়কে উপজেলার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।
নিহতরা হলেন- পাবনার আমিনপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মনসুর আলম বাবুল (৪০) এবং একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)।
আহত সুমন কুমার দাস (৪২) একই গ্রামের সৌম্য দাসের ছেলে। তিনি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওসি আব্দুর রউফ বলেন, যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস পাবনার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ তিনজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান বলে জানান তিনি।
তিনি বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে। যানবাহন দুটি উদ্ধারের পর থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ স্বজনরা নিয়ে গেছেন।
ঘটনার পরপর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি আব্দুর রউফ।