শাহজাহান ওমর বলছেন, ‘এলাকার উন্নয়নের স্বার্থে’ বিএনপি ছেড়ে তিনি নৌকার মাঝি হয়েছেন।
Published : 03 Dec 2023, 03:21 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত বদল করায় এ আসনের তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
দলের মনোনয়ন না পেলেও এ আসনের প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, তার মনোনয়নপত্রও টেকেনি।
অন্যদিকে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুই আসনেই বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের কাগজপত্র যাছাই-বাছাই শেষে ঝালকাঠির দুটি আসনে মোট ১৫ জন প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জনাব ফারাহ গুল নিঝুম জানান।
এর মধ্যে ঝালকাঠি-১ আসনে ছয় জনের মনোনয়নপত্র বাতিল এবং পাঁচজনের বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঝালকাঠি ২ আসনে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া)
বৈধ ঘোষিত প্রার্থীরা: বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মামুন সিকদার (ছড়ি), তৃণমূল বিএনপির জসিম উদ্দিন তালুকদার (সোনালী আঁশ), জাকেরপার্টির আবু বকর সিদ্দিক (গোলাপ ফুল), আওয়ামী লীগের শাহজাহান ওমর (নৌকা) এবং বাংলাদেশ কংগ্রেসের মুজিবুর রহমান (ডাব)।
মনোনয়নপত্র বাতিল: আওয়ামী লীগের বজলুল হক হারুন, জাতীয় পার্টির এজাজুল হক (লাঙ্গল) এবং স্বতন্ত্র আবুল কাশেম ফখরুল ইসলাম, মনিরুজ্জামান মনির, নুরুল আলম ও মো. ইসমাইল।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি)
বৈধ ঘোষিত প্রার্থীরা: আওয়ামী লীগের আমির হোসেন আমু (নৌকা), জাকের পার্টির ফারুক আজম্মেদ (গোলাপ ফুল), এনপিপির মো. ফোরকান (আম)।
মনোনয়নপত্র বাতিল: জাতীয় পার্টির নাসির উদ্দিন (লাঙ্গল)
রিটার্নিং কর্মকর্তা নিঝুম বলেন, “হলফনামায় স্বাক্ষর, আয়কর রিটার্ন দাখিলে তথ্য, ভোটারদের স্বাক্ষরসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধিতে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সময় শাহজাহান ওমর জেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত ছিলেন। গত বুধবার বাস পোড়ানোর মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে পরদিনই দল বদলে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র দাখিল করে তিনি চমক সৃষ্টি করেন। পরে তাকে বহিষ্কারের ঘোষণা দেয় বিএনপি।
জেলা প্রশাসন কার্যালয়ে আসার আগে সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে দীর্ঘ সময় অবস্থান করেন শাহাজান ওমর। তিনি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য। সেখানে তিনি আইনজীবী সমিতির সদস্য ও কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময় করেন।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আমি এলাকার উন্নয়নের স্বার্থে নৌকার মাঝি হয়েছি। দল-মত নির্বিশেষে সকলে আমার নির্বাচন করবে বলে আমি আশা করছি।”
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ নভেম্বর গ্রেপ্তার হন এই শাহজাহান ওমর ২৯ নভেম্বর হঠাৎ করে জামিন পেয়ে যাওয়ার পরেই তিনি নির্বাচনে অংশ নেবেন বলে গুঞ্জন ছড়ায়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ওমর যে আওয়ামী লীগের হয়ে ভোটে যাচ্ছেন, সেই বিষয়টি বৃহস্পতিবার বিকালে জানা যায়। ক্ষমতাসীন দলের সভাপতি শেখ হাসিনার সই করা দলের মনোনয়নের চিঠির ছবি ভাইরাল হয়ে যায়।
অথচ ২৬ নভেম্বর আওয়ামী লীগ যে মনোনয়নের তালিকা ঘোষণা করেছিল, সেখানে ঝালকাঠি-১ আসন দেওয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনকেই। তবে শেষ বেলায় তাকে হতাশ হতে হয়।
আরও পড়ুন
বিএনপির শাহজাহান ওমর এখন আওয়ামী লীগের প্রার্থী