মুক্তি পাওয়ার পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গউছকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
Published : 29 Jan 2024, 07:34 PM
উচ্চ আদালতের জামিনে কারামুক্ত হয়েছেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ।
হবিগঞ্জ কারাগারের সুপার মতিয়ার রহমান জানান, সোমবার দুপুরে জেলা কারাগার থেকে জি কে গউছ মুক্তি পেয়েছেন।
১১ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খাইরুল আলমের হাই কোর্ট বেঞ্চ বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক গউছের জামিন আবেদন মঞ্জুর করেন।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গউছকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে বিশাল শোভাযাত্রা করে তাকে বাসভবনে নিয়ে যান।
গউছের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ১৯ অগাস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ঈদগাহর সামনে থেকে গউছের নেতৃত্বে পদযাত্রা শুরু করেন দলের নেতাকর্মীরা।
শায়েস্তানগরে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। তারপরেই পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ শতাধিক ব্যক্তি আহত হন।
এ ঘটনায় গউছকে প্রধান আসামি করে বিএনপির এক হাজার ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে সদর থানায় দুটি মামলা হয়।
পরদিন আওয়ামী লীগের শান্তি সমাবেশের মিছিল থেকে জেলা বিএনপির কার্যালয় ও গউছের বাসভবনে হামলা-ভাঙচুর হয়। এর জেরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা করেন ।
এ তিন মামলায় নেতাকর্মীদের জামিন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে ঢাকায় যান গউছ। ২৯ অগাস্ট ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে হাই কোর্ট থেকে বাসায় ফেরার পথে তাকে আটক করে ডিবি পুলিশ।
পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে গউছকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ড শেষে ২ সেপ্টেম্বর একই আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।
আরও পড়ুন: