কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে আবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
Published : 20 Mar 2016, 07:01 PM
একই অভিযোগে তাকে আগেও মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। বরখাস্ত থাকা অবস্থায় তিনি নির্বাচন করে আবার মেয়র হন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী সচিব এএকেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্ত করা হয়। চিঠিটি রোববার হবিগঞ্জ পৌরসভায় পৌঁছেছে বলে হবিগঞ্জ পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকী জানান।
কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি এবং মামলাটি বিচারাধীন থাকায় সরকার গউছকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বলে চিঠিতে জানানো হয়।
চিঠি পাওয়ার পর রোববার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্রথম প্যানেল মেয়র দিলীপ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান সচিব নুরে আলম।
এ বিষয়ে দিলীপ দাস বলেন, “জিকে গউছকে বরখাস্তের চিঠিটি আমার হাতে এসেছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সবাইকে জানিয়েছি।”