পল্লবী, খিলগাঁও ও শাহজাহানপুর থানার ওসি রদবদল করা হয়েছে।
মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হতাহতের ঘটনায় পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার সকালে হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন বলে ওই থানার ওসি আনোয়ার হোসেন জানান।
গত রোববার সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস সড়কের রেলিং ভেঙে নিচে পড়ে ১৯ যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
হতাহতাদের অনেকেই গোপালগঞ্জের বাসিন্দা।
খবর পেয়ে একে একে হাসপাতালে আসতে থাকেন হতাহতদের স্বজনরা। এ সময় স্বজনদের কান্নায় হাসপাতাল চত্বর ভারি হয়ে ওঠে।
এ ঘটনার একদিন পর দায়ের করা মামলার বিষয়ে শিবচর থানার ওসি বলেন, ইমাদ পরিবহন লিমিডেটকে দায়ী করে মামলাটি করা হয়েছে। মামলার আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: