কুমিল্লার লাকসাম উপজেলায় ডাকাতিসহ ট্রিপল হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার শ্রীয়াং দক্ষিণ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ।
গ্রেপ্তার সহিদ উল্যাহ সহিদ উপজেলার শ্রীয়াং দক্ষিণ পাড়ার ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০০৭ সালের ৬ জানুয়ারি শ্রীয়াং বাজারে দোকান বন্ধ করে কাঁচামাল ব্যবসায়ী উত্তম দেবনাথ (২৭), পরীক্ষিত দেবনাথ (১২) এবং পান ব্যবসায়ী বাচ্চু মিয়া (৩৫) ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
পথে রাত ১২টার দিকে শ্রীয়াং-রাজাপুর সড়কের বদিরপুকুর এলাকায় পৌঁছালে এক হাজার ৪০০ টাকার জন্য ওই তিনজনকে গলা কেটে হত্যা করে একদল ডাকাত।
নিহত উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ মনোহরগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামের মণিন্দ্র দেবনাথের ছেলে এবং বাচ্চু মিয়া লাকসাম উপজেলার জগতপুর গ্রামের সামছুল হকের ছেলে।
ওসি মাহফুজ জানান, ঘটনার পরদিন বাচ্চু মিয়ার ছোট ভাই কবির হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে লাকসাম থানায় হত্যা মামলা করেন।
২০১৮ সালে সহিদ উল্যাহ সহিদসহ দায়ীদেরকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত; ঘটনার পর থেকে সহিদ পলাতক ছিলেন বলে জানান তিনি।
বুধবার সকালে সহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহফুজ।