দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটে একটি লেগুনায় আগুন দেওয়া হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর দাসপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি আবুল খায়ের।
তিনি বলেন, “অগ্নিসংযোগের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।”
লেগুনার চালক লোকমান মিয়া সাংবাদিকদের বলেন, “পীরের বাজার থেকে আসার পথে দাসপাড়া বাজারে হঠাৎ কিছু লোক হকিস্টিক নিয়ে গাড়িতে হামলা চালায়। তারা সংখ্যায় ১৫ জনের মত ছিল। আমি ভয়ে পালিয়ে গেলে তারা গাড়িতে আগুন লাগিয়ে দেয়।”
এদিকে সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারে মশাল মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে যানচলাচলে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে নগরীতে আতঙ্কের সৃষ্টি করে। পুলিশ জানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুটি ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।
“বিএনপির মিছিল থেকে একজনকে এবং পরে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে”, যোগ করেন ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার নগরীর বারুতখানা পয়েন্ট থেকে জিন্দাবাজার অভিমুখে মশাল মিছিল নিয়ে আসে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে এলে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় সরকারের পদত্যাগ ও তফশিল ঘোষণাকে প্রত্যাখ্যান করে শ্লোগান দিতে থাকেন তারা। তখন অনেকে আতঙ্কে দোকান বন্ধ করে দেন।