রোডমার্চ উপলক্ষে মহাসড়কের মহিপাল নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনের পাশে স্থাপিত মঞ্চে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন।
Published : 05 Oct 2023, 03:39 PM
বিএনপির রোডমার্চকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে তীব্র যানজট তৈরি হয়েছে। ফেনী বাইপাস ফতেহপুর থেকে লালপোল পর্যন্ত অন্তত আট থেকে ১০ কিলোমিটার মহাসড়কে আটকে আছে শত শত গাড়ি।
চালকরা বলছেন, বৃহস্পতিবার সকাল থেকেই সড়কের দু'পাশে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করায় মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রাম অংশের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
হাইওয়ে পুলিশ বলছে, যানজট নিরসনে চট্টগ্রাম থেকে ঢাকামুখী অংশে সিঙ্গেল লাইনে গাড়ি চলাচল করছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মোস্তফা কামাল বলেন, বিএনপির রোডমার্চের কারণে সড়কের দু’পাশে গাড়ির কিছুটা চাপ রয়েছে। মহিপাল ছয় লেনের ফ্লাইওভারে কিছু গাড়ি দীর্ঘক্ষণ আটকে রয়েছে।
“তবে ফ্লাইওভারের নীচ দিয়ে চট্টগ্রাম টু ঢাকা অংশ দিয়ে সিঙ্গেল লাইনে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। রোডমার্চ শেষ হলে আশা করা যাচ্ছে মহাসড়কের দু'পাশে যান চলাচল স্বাভাবিক হবে।”
ফেনী মহিপাল ছয় লেনের ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখী ট্রাক চালক শরিফ মিয়া জানান, সকাল ১০টা থেকে এখন পর্যন্ত (দুপুর ১২.৪৫) একই স্থানে দাঁড়িয়ে রয়েছেন।
শ্যামলি পরিবহনের বাস চালক আরিফুল ইসলাম জানান, রোডমার্চের কারণে পথে পথে যানজট রয়েছে। ফেনীর মহিপাল ৬ লেনের ফ্লাইওভার উপরে গাড়ি নিয়ে আড়াই ঘণ্টারও বেশি সময় অবস্থান করছেন। যাত্রীরা তীব্র যন্ত্রণা পোহাচ্ছেন।
আসিয়া খাতুন নামে এক মাইক্রোবাস যাত্রী বলেন, “এমন এক জায়গায় গাড়ি আটকে আছে (মহিপাল ৬ লেনের ফ্লাইওভার) না গাড়ি থেকে নেমে কিছু পান করা যাচ্ছে, না ওয়াশরুমে যাওয়া যাচ্ছে। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কষ্টে বসে আছি। ”
এদিকে বিএনপির কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্টগ্রাম রোডমার্চকে ঘিরে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দলটির ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার হাজার হাজার নেতা-কর্মী মহাসড়কের দু'পাশে অবস্থান নিয়েছেন।
রোডমার্চ উপলক্ষে মহাসড়কের মহিপাল নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনের পাশে জনসভার মঞ্চ স্থাপন করা হয়েছে।
মঞ্চে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন জানিয়ে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা মো. শাহজাহান, বরকত উল্যা বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুল আউয়াল মিন্টু, জয়নাল আবদীন ভিপি, রেহানা আক্তার রানু বক্তব্য রেখেছেন।
তবে বেলা আড়াইটা পর্যন্ত বিএনপির রোডমার্চের প্রধান গাড়ি বহর ফেনীর জনসভাস্থলে এসে পৌঁছেনি।
রোডমার্চে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।