কোস্টগার্ড বলছে, আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে জেলেদের ট্রলার ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে।
Published : 19 Mar 2025, 06:08 PM
ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ট্রলার-অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটকের কথা জানিয়েছে কোস্টগার্ড।
বুধবার এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, মঙ্গলবার মধ্যরাতে তেঁতুলিয়া নদীর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
আটকরা হলেন, মো. মামুন মোল্লা, আনোয়ার হাওলাদার, মো. জুয়েল শেখ, পান্নু মোল্লা, নাজমুল হাওলাদার।
তাদের সবার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে।
কোস্টগার্ড জানায়, আটকদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, তিনটি ট্রলার ও মাদক জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা রিফাত আহমেদ আরো বলেন, আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে জেলেদের ট্রলার ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।