বিক্ষোভকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
Published : 24 Oct 2024, 09:41 PM
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তি পোহাতে হয় পরিবহন যাত্রী ও চালকদের।
গাজীপুর মহানগরের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-ট্রাফিক) অশোক কুমার পাল সাংবাদিকদের বলেন, “মহাসড়কে অবস্থান নেওয়ার ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে থানা পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও সেনাসদস্যরা তাদের বুঝিয়ে দুপুর ২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে যানহান চলাচল স্বাভাবিক হতে আরো প্রায় ঘণ্টাখানেক সময় লাগে।”
শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অনেকদিন ধরেই বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনের মুখে দীর্ঘদিন কারখানাটি বন্ধ রাখা হয়। সে সময় শ্রমিকরা আন্দোলন করলেও মালিকপক্ষ তাদের বেতন-ভাতা দেয়নি।
কিছুদিন আগে বেতন পরিশোধ করার আশ্বাস দিয়ে কারখানা ফের খুলে দেওয়া হয়। মাস শেষ হয়ে এলেও শ্রমিকদের পাওনা দিচ্ছিল না কর্তৃপক্ষ। শ্রমিকরা বিক্ষোভ নিয়ে কারাখানার মালিকের বাড়ি মালেকের বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।