“নতুন বিলের কাগজের সঙ্গে আগের কিছু কাগজ ঢুকে গেছে। যারা প্রিন্টের কাজগুলো করে, তারা বুঝতে পারেনি,” বলেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা।
Published : 13 Apr 2025, 08:07 PM
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আট মাস পরও রংপুরে বিদ্যুৎ বিলের কাগজে শেখ হাসিনার স্লোগান রয়ে গেছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন গংগাচড়া জোনাল কার্যালয় বিদ্যুৎ বিলের কাগজে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগান দেখতে পাওয়া যায়।
এই কার্যালয়ের আওতায় প্রায় ৯০ হাজার গ্রাহক রয়েছেন। তাদের মার্চ মাসের বিদ্যুৎ বিলের কাগজ চলতি এপ্রিলে বিলি করা হয়েছে। সেখানে স্লোগান হিসেবে লেখা রয়েছে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’।
শনিবার কেবলাজান সজীব নামের এক গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে এ নিয়ে অভিযোগ করেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান বলেন, “সরকার পতনের আট মাস পরও এটা কোনো অবস্থায় কাম্য নয়। এখানে যারা আছেন, তারা শেখ হাসিনা সমর্থক গোষ্ঠী হতে পারেন। অথবা দায়িত্বহীনতার কারণে প্রচারণা চালিয়েছেন।
“অচিরেই কর্তৃপক্ষের এ বিষয়টি সংশোধন করা উচিত। এ কাজে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
গণঅধিকার পরিষদের রংপুর জেলার সাবেক আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ বলেন, “আট মাস হল শেখ হাসিনার পালিয়ে যাওয়া। তার পরও গংগাচড়া পল্লী বিদ্যুৎ হাসিনাকে ভুলতে পারে নাই। আসলে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে তা খতিয়ে দেখা দরকার।”
গংগাচড়া জোনাল কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আইয়ুব আলী বলেন, “নতুন বিলের কাগজের সঙ্গে পূর্বের কিছু কাগজ ঢুকে গেছে। যারা প্রিন্টের কাজগুলো করে, তারা বুঝতে পারেনি। যে কারণে কিছু বিলের কাগজে এটি এসেছে।”
অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।