ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা। এবার অভিনেত্রীকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে।
Published : 15 Apr 2025, 10:17 AM
‘কৃশ’ এবং ‘কৃশ ৩’ সিনেমার বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান এবং প্রিয়াঙ্কা চোপড়ার জুটি নজর কেড়েছিল দর্শকদের।
এক যুগ পর ‘কৃশ ৪’ এর মাধ্যমে পর্দায় আসছে এই সুপারহিরোর গল্প। এতে হৃত্বিকের সঙ্গে ফিরছেন তার নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। আরো আছেন আগের পর্বগুলোর অভিনয় শিল্পী রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয়সহ আরো অনেকে।
হিন্দুস্তান টাইমস লিখেছে ‘কৃশ ৪’ বেশ কিছু চমক দেখাবে।ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা।
এবার অভিনেত্রীকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃশের পাশাপাশি এ পর্বে মূল খলনায়কও হৃত্বিক নিজে। অতীত, বর্তমান ও ভবিষ্যতের ঘটনা দেখাবে ‘কৃশ ৪’।
হৃত্বিক বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখাও করেছেন। কৃশের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে সেখানে।
কিছুদিন আগে ঘোষণা আসে, বাবা রাকেশ রোশানের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি পরিচালনার ভার নিচ্ছেন হৃত্বিক। এবারের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন রাকেশ ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া।
‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক। এইবার অভিনয়ের পাশাপাশি পরিচালকের গুরু দায়িত্বে আসছেন তিনি।
আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল ‘কৃশ ৪’ আসছে। কিন্তু কাজ বারবার পিছিয়েছে। রাকেশ সিনেমার জন্য বাজেট ধরেছিলেন ৭০০ কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসেন প্রযোজকেরা। কোনো প্রযোজনা সংস্থা কৃশের এই কিস্তির জন্য এই পরিমাণ টাকা খরচ করতে এবং এত বড় ঝুঁকি নিতে রাজি হয়নি। পরে আদিত্য চোপড়া এই সিনেমায় অর্থলগ্নি করার সিদ্ধান্ত নিলে জটিলতা কেটে যায়।
'কৃশ' ফ্র্যাঞ্চাইজির সূচনা ২০০৩ সালে। প্রথমটি সাড়া তোলা সিনেমা ‘কোই মিল গ্যায়া’; এরপর ২০০৬ সালে আসে ‘কৃশ’ ও ২০১৩ সালে আসে ‘কৃশ ৩’। তিনটি সিনেমাই বক্স অফিসকে সন্তুষ্ট করেছে।
পুরনো খবর...
'কৃশ ৪': হৃত্বিক 'নার্ভাস' কেন?