তিন গোলে পিছিয়ে থাকলেও রেয়াল মাদ্রিদ দমে যাবে না, আর্সেনালকে সতর্ক করে দিলেন রেয়ালের গ্রেট মার্সেলো।
Published : 15 Apr 2025, 10:47 AM
রেয়াল মাদ্রিদের অনেক স্মরণীয় সাফল্যের স্বাক্ষী মার্সেলো। এর মধ্যে আছে ঘুরে দাঁড়ানোর দারুণ কিছু অধ্যায়ও। এখন আর তিনি ক্লাবে নেই, তবে তার বিশ্বাসটুকু অটুট ভালোভাবেই। রেয়াল মাদ্রিদের এই গ্রেটের বিশ্বাস, আর্সেনালের বিপক্ষে তিন গোলের ঘাটতি ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে পারবে তার হৃদয়ের ক্লাব।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে কঠিন সেই চ্যালেঞ্জ নিয়ে বুধবার রাতে নিজেদের মাঠে নামবে রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে ডেক্লান রাইসের দুর্দান্ত দুটি ফ্রি-কিক ও মিকেল মেরিনোর গোলে আর্সেনাল এগিয়ে আছে ৩-০ গোলে।
সাধারণ হিসাব বলবে, সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছে আর্সেনাল। তবে মার্সেলো মনে করিয়ে দিলেন, দলটি রেয়াল মাদ্রিদ, যারা কখনোই শেষের আগে শেষ নয়!
রেয়াল মাদ্রিদ লেজেন্ডেস ও বার্সেলোনা লেজেন্ডসের ম্যাচের জন্য মেক্সিকোতে গিয়ে ইএসপিএনকে মার্সেলো বললেন, উত্তরসূরীদের ওপর শতভাগ বিশ্বাস তার আছে।
“রেয়াল মাদ্রিদেক কখনোই বিবেচনার বাইরে রাখা যাবে না। যদিও তিন গোল মানে অনেক বড় কিছু। তবে রেয়াল মাদ্রিদকে ভাবনায় রাখতেই হবে এবং আমার পূর্ণ বিশ্বাস আছে, তার ঘুরে দাঁড়াবে। রেয়াল মাদ্রিদ ইজ রেয়াল মাদ্রিদ এবং তারা সবসময় ঘুরে দাঁড়ায়।”
“ফিরতি লেগ হচ্ছে বের্নাবেউতে। সমর্থকেরা দারুণ প্রেরণা জোগাবে এবং ফুটবলাররা আত্মবিশ্বাসী যে, তারা পারবে। অবশ্যই আমরা জানি না, মাঠে ফলাফল কী হবে। তবে আমাদের সবটুকু বিশ্বাস আছে, রেয়াল মাদ্রিদ পারবে ঘুরে দাঁড়াতে।”
রেয়াল মাদ্রিদের ডিএনএ নিয়ে অনেক কথা হয়ে থাকে। হার না মানা মানসিকতা এই ক্লাবের মজ্জাগত। গত কয়েক বছরে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য কিছু আখ্যান তারা রচনা করেছে। মার্সেলো সেই মানসিকতার কথা বললেন, পাশাপাশি তুলে ধরলনে ঘাম ঝরানোর গল্পও।
“যে মুহূর্তে আমরা রেয়াল মাদ্রিদে যোগ দেই, আমাদের শেখানো হয় হাল না ছাড়তে এবং এটা সবসময় আমাদের রক্তে বহমান। অনেক বছর ধরেই এমনটি চলছে এবং ডিএনএ ছাড়াও, আমাদের কঠোর পরিশ্রম, বিনয়, নিত্যদিনের নিবেদন এবং সমর্থকদের প্রেরণা মিলিয়েই এটা হয়। সবকিছু মিলিয়ে প্রক্রিয়াটা কার্যকর।”
মেক্সিকোতে বার্সেলোনার সাবেকদের বিপক্ষে ম্যাচটিতে গোল করেন মার্সেলো। নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে ৮-৭ গোলে জিতে নেয় রেয়ালের সাবেকরা।