ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

দীর্ঘ কয়েক বছর যাবত সদর উপজেলায় রাজাপুর ইউনিয়নে দুই সহোদরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলমান রয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 05:52 AM
Updated : 28 March 2023, 05:52 AM

ভোলা সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। 

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের চর নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভোলা সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ হোসেন। 

নিহত মো. তারেক মাহমুদ বাবু (২৮) নামে ওই গ্রামের মৃত হেলাল হাওলাদারের ছেলে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পরিদর্শক মাসুদ জানান, দীর্ঘ কয়েক বছর যাবত একই উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল মেম্বারের সঙ্গে তার সহোদর আলাউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলমান রয়েছে। 

“এরই জের ধরে সোমবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে গুরুতর আহত হন তারেক মাহমুদ বাবু। 

“আহত বাবুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

মাসুদ বলেন, “বাবুর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। ” 

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোমবার মধ্যরাত পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।