নেছারাবাদ থানার ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Published : 19 Jan 2025, 03:58 PM
পিরোজপুরের নেছারাবাদে আম গাছ থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার সোনারগোপ এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন।
মারা যাওয়া রতন বেপারী উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে। তিনি হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসায়ী ছিলেন।
রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী বলেন, গত ৯ জানুয়ারি ব্যবসায়িক কাজে ঢাকায় গিয়েছিলেন তার স্বামী। শনিবার বিকালেও স্বামীর সঙ্গে মোবাইলে তার এবং ছেলের কথা হয়েছে। কেন তিনি আত্মহত্যা করবেন?
স্থানীয় গ্রাম পুলিশ দীপেন সরকার বলেন, লেবু বাড়ি গ্রামের সীমানাতেই সোনারগোপ এলাকা। রোববার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রতন বেপারীর লাশ আমগাছের সঙ্গে ঝুলছে । পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, প্রাথমিকভাবে তার দেহে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, বলেন ওসি।