রাজশাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও বগি নিয়ে উদ্ধারকারী ট্রেনটি পাবনার ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যায়।
Published : 21 Oct 2024, 01:00 PM
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত রাজশাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত লাইন ১২ ঘন্টা পর সচল করা সম্ভব হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টা থেকে জামতৈল স্টেশনের তিনটি লাইন দিয়ে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানিয়েছেন।
এর আগে রোববার সন্ধ্যায় জামতৈল রেলওয়ে স্টেশনের সিগন্যাল ল্যাম্পের পাশে রাজশাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। তখন সাত শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
স্টেশন মাস্টার ইসমাইল বলেন, “লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য রোববার রাত সোয়া ১১টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।
“এরপর রেল লাইনের ক্রটি মেরামত করা হলে সকাল সাড়ে ৭টার দিকে রেল লাইন পুরোপুরি স্বাভাবিক হয়। পরে সকাল ৮টার দিকে রাজশাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও বগি নিয়ে উদ্ধারকারী ট্রেনটি পাবনার ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেয়।”
স্টেশন মাস্টার বলেন, সংকেত দেওয়ার আগেই ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনটি জামতৈল স্টেশন থেকে ছেড়ে দেন চালক। এতে স্টেশন থেকে কিছুদূর যেতেই ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।
খবর পেয়ে পাশের উল্লাপাড়া স্টেশন থেকে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন নিয়ে আসা হলে রাত পৌনে ১২টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের সচল বগিগুলোর যাত্রীদের নিয়ে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়।
সিরাজগঞ্জে 'সংকেত না পেয়েই চলল ট্রেন', ইঞ্জিন-বগি লাইনচ্যুত