সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
Published : 06 Aug 2024, 11:56 AM
লালমনিরহাট সদর উপজেলায় পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যারা সবাই শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পাশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাসা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সহিদার রহমান।
নিহত শিক্ষার্থীরা হলেন- লালমনিরহাট পৌরসভার হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সাবেক সভাপতি মৃত খোকন মিয়ার ছেলে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তন্ময় মিয়া (২০), লালমনিরহাট পৌরসভার নবীনগর এলাকার প্রয়াত সেকেন্দার আলীর ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র জনি মিয়া (১৮), লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি সাইদুর রহমানের ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শ্রাবন (১৮), পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাদিফ হোসেন রুস (১৭) এবং একই জেলার রাজারহাট উপজেলার জয়কুমার গ্রামের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র রাজিব উল করিম (১৮)।
নিহতদের মধ্যে একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় এখনও তার পরিচয় শনাক্ত হয়নি। বাকি পাঁচজনের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
পরিবারের লোকজন জানান, বিজয় মিছিলের পর থেকে ওই ছয় শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে পাঁচজনের পরিচয় শনাক্ত করেন স্বজনরা।
তবে নিহত অপরজন শহরের ফাকল পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ শিক্ষার্থী বলে ধারণা করছে পরিবারের লোকজন।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, বিভিন্ন আলামত দেখে পরিবারের লোকজন নিহতদের পরিচয় শনাক্ত করে লাশ নিয়ে গেছেন। একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে সোমবার বিকালে সরকারের পদত্যাগ খবর ছড়িয়ে পড়লে শহরে বিভিন্ন জায়গা থেকে বিক্ষুব্ধরা জড়ো হতে থাকেন। তারা একটি আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
পরে মিছিলটি নিয়ে শহীদ মিনার এলাকার যাওয়ার সময়ে বিক্ষুব্ধরা সুমন খানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময়ে বাড়িটিতে আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের কেউ ছিল না বলে জানা যায়।
পরে সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুড়ে যাওয়া বাড়িটি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদার রহমান।