সড়ক বাজারের ভূইয়া রেস্ট হাউজ থেকে সাব্বির, রাফি, পলাশ ও জেসমিন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 03 Mar 2025, 08:05 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে পোস্টার সাঁটানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দীন সোমবার বলেন, রোববার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানোর অভিযোগে রাজীব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ কামালকে।
অপরদিকে পৃথক অভিযানে মাদক কারবারি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আমোদাবাদ থেকে দুই কেজি গাঁজাসহ আবুল কাসেম ও শামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পৌর এলাকার মসজিদ পাড়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রাজন মিয়াকে গ্রেপ্তার হয়।
সড়ক বাজারের ভূইয়া রেস্ট হাউজ থেকে সাব্বির, রাফি, পলাশ ও জেসমিন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া সাজাপ্রাপ্ত আসামি জামাল হোসেন, আঁখি, রাজু রহমান গ্রেপ্তার হয়েছেন। আর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ডালিম ও বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।