বিশ্ব মানবতার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
Published : 05 Feb 2025, 06:16 PM
টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম পর্ব শেষে ২০২৬ সালের জুবায়েরপন্থিদের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।
এর আগে বুধবার দুপুর ১২টা ৮ মিনিটে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের মোনাজাত শুরু হয়ে ২৭ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। প্রথম ধাপের আখেরি মোনাজাতও তিনই পরিচালনা করেছিলেন।
বুধবারের আখেরি মোনাজাতের পরপরই ইজতেমার বয়ানমঞ্চ থেকে ২০২৬ সালের দুই ধাপের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয় বলে তাবলিগ জামাতের শুরায়ি নেজামের বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান।
ঘোষণা মতে, ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপ এবং ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
এদিকে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফেরাত, নাজাত, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া করা হয়েছে।
এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মানুষ দু-হাত তুলে আকুতি জানান; কান্নায় ভেঙে পড়েন অনেকে।
এই মোনাজাতের মাধ্যমেই শেষ হয় শুরায়ি নেজাম তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় প্রথম ধাপের ইজতেমা। প্রথম ধাপ আখেরি মোনাজাতের মাধ্যমে ২ ফেব্রুয়ারি শেষ হয়।
এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সা’দ অনুসারীদের নিয়ে তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত মেনে এবার ইজতেমা করছেন সাদ অনুসারীরা। শর্ত অনুযায়ী টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীদের এ বছরই হবে শেষ ইজতেমা।
আরো পড়ুন:
'আগামীবার থেকে টঙ্গীতে না'- শর্তে এবার ইজতেমায় অনুমতি সাদপন্থিদের
কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা
ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
ইজতেমার পরিপূর্ণ ময়দানে আমবয়ান শুরু
ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে নিরাপত্তা ঝুঁকি দেখছে না পুলিশ
বিশ্ব ইজতেমা: শুরুর আগেই পরিপূর্ণ তুরাগ তীরের ময়দান
নিরাপত্তার স্বার্থেই ইজতেমার ২ পর্বের মধ্যে সময় বাড়ানো হয়েছে: আইজিপি
তুরাগ তীর ছেয়ে গেছে সামিয়ানায়, চলছে ইজতেমার জোর প্রস্তুতি