ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ঢাকার একাংশসহ ২২ জেলার মানুষ অংশ নিচ্ছেন।
Published : 03 Feb 2025, 11:22 PM
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সোমবার বাদ ফজর ‘মুজাকারা বয়ানের’ মাধ্যমে শুরু হয়েছে। পুলিশ বলছে, নিরাপত্তা ঝুঁকির কোনো কারণ নেই।
সোমবার সকাল ১০টা থেকে নজমের জামাতের সাথীদের নিয়ে ‘মুজাকারা বয়ান’ করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।
বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও আমবয়ান শুরু হয় বাদ জোহর থেকে।
তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, সোমবার বাদ জোহর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক, বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।
তিনি বলেন, মঙ্গলবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।
সকাল ৯টা ৪৫ মিনিটে তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল, এরপর খিত্তায় খিত্তায় তালিম হবে।
একই সময় বয়ানের মিম্বরের সামনে ওলামায়ে কেরামদের সঙ্গে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
দলে ভাগ হয়ে একই সময়ে মাদ্রাসার ত্বলাবাদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরীদ।
বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা। বাদ আছর বয়ান করবেন দেশটির মাওলানা জুহাইরুল হাসান।
এরপর যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ঢাকার একাংশসহ ২২ জেলার মানুষ অংশ নিচ্ছেন।
এ ধাপে অংশ নেওয়া এলাকা ও জেলাগুলোর মধ্যে আছে- ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ, বান্দরবন।
এর আগে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।
মোনাজাত শেষে প্রথম ধাপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ ময়দান ত্যাগ করেন। পরে দ্রুত সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করা হয়।
ওইদিন বিকাল থেকেই দ্বিতীয় ধাপের ইজতেমায় আসতে শুরু করেন মানুষ।
সোমবারও সকাল থেকে বিভিন্ন জেলা থেকে দলবেঁধে ময়দানে আসছেন মানুষ।
বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তা ঝুঁকি নেই বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করীম খান জানান।
তিনি বলেছেন, ক্যামেরা ও দূরবীক্ষণ যন্ত্র দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সোমবার সকালে বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের তিনি বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সোমবার থেকে প্রথম পর্বের তিন দিনের দ্বিতীয় ধাপ শুরু হল।
জিএমপি কমিশনার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপও সুশৃংখলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা ও প্রস্তুতি আগের মতোই আছে।
তিনি বলেন, রোববার মোনাজাতের সময় পাবলিকের ড্রোন আতঙ্কে ছোট ছোট করতে গিয়ে কিছু মুসুল্লি আহত হয়েছিলেন। তাই ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।
প্রথম ধাপে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি দ্বিতীয় ধাপেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হল সোমবার।
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে গাজীপুর মহানগর পুলিশের কমিশনারের ব্রিফিংকালে অন্যদের মধ্যে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনার ও নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
বিশ্ব ইজতেমায় আরো একজনের মৃত্যু
সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।
নিহত মো. সাইফুল ইসলাম (৪৮) নরসিংদীর মাধবদী উপজেলার রংপুর এলাকার ইমাম উদ্দীনের ছেলে।
জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, “সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সাইফুল ইসলাম অসুস্থবোধ করেন। পরে ৬টা ৩৫ মিনিটে তিনি মারা যান।
এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬ জনে।
তিনি বলেন, প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২২ জেলার মানুষ ছাড়াও ৭৬টি দেশ থেকে সাড়ে ৩ হাজার বিদেশি মেহমান এসেছেন।
আগামী ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন।”
দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি।