ডাকাতদের ছোড়া হাতবোমা ও গুলিতে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
Published : 01 Mar 2025, 10:12 AM
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের ছোড়া হাতবোমা ও গুলিতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডাকাতদের ছোড়া গুলিতে আহতরা হলেন- শরীয়তপুরের পালং থানার ডোমসার মোল্লা কান্দি এলাকার দলিল উদ্দিনের ছেলে তোতা মিয়া (৩৫), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জয়নাল মিয়ার ছেলে বাল্কহেড শ্রমিক মাসুম মিয়া (৩০), একই জেলার নাজিরপুর উপজেলার কালিকাঠী এলাকার আনিস ফকিরের ছেলে বাল্কহেড শ্রমিক আলামিন (১৯)।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে; বাকিরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় এলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে তাদের স্পিডবোটের গতিপথ রোধ করেন।
ডাকাতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এলাকায় মসজিদে মসজিদে করা হয় মাইকিং। মুহূর্তেই শতশত মানুষ ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতদের ছোড়া হাতবোমা ও এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হন।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “স্থানীয়দের প্রতিরোধের মুখে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজনকে আটক করে পিটুনি দিয়ে পালং মডেল থানা-পুলিশের হাতে তুলে দেয় জনতা।”
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক মুনতাসির খান।
তিন বলেন, ডাকাতদের ছোড়া গুলিতে আহতদের মধ্যে তিনজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থা দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টার সময় সাতজনকে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে দুইজন মারা গেছেন।
এ ছাড়া ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।