কোস্ট গার্ড জানায়, তারা সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য।
Published : 27 Mar 2025, 05:35 PM
ভোলার তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ‘আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাতকে’ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা খেয়াঘাট সড়কে কোস্ট গার্ড বেইসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।
গ্রেপ্তাররা হলেন- মো. হারুন দফাদার (৫০), মো. রুবেল (২৬), মো. কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও মো. ফেরদৌস ওরফে হেজু (৪০)। তারা সবাই চর মোজাম্মেল এলাকার বাসিন্দা।
কমান্ডার রিফাত আহমেদ বলেন, “বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে সাতটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চারটি গোলা এবং চারটি রকেট প্লেয়ারসহ তাদের গ্রেপ্তার করা হয়। ”
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান পরিচালনা করে সালাউদ্দিন বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা ওই বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছিল।
গ্রেপ্তার ডাকাত ও উদ্ধার করা অস্ত্র পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।