এ ঘটনায় নিহতের ছেলে জামায়াতের নেতাকর্মীদের নামে হত্যা মামলা করেছেন।
Published : 21 Mar 2025, 02:12 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ‘গাছ কাটা নিয়ে বিরোধের’ জেরে ডাকা সালিশে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে উপজেলার শামস্তা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা।
নিহত জাফর আলি (৪৫) ওই গ্রামের জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে। তিনি কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “বাড়ির পাশে একটি গাছ কেটে বিক্রি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে জাফর আলির বিরোধ ছিল। ঘটনার পরপর তিনি ঢাকায় চলে যান। মাঝে মধ্যে বাড়ি আসতেন।
“কয়েকদিন আগে বাড়ি এলে বৃহস্পতিবার রাতে তারাবির নামাজের পর সালিশের কথা বলে জাফর আলিকে ডেকে নেওয়া হয়। এক পর্যায়ে জাফরকে কিল-ঘুষি মারেন প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।”
এ ঘটনায় জাফর আলির ছেলে আলমগির হোসেন ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের অধিকাংশ জামায়াতের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
জাফর আলিকে নিজ দলের কর্মী দাবি করে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, “জাফর বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। একটি গাছ নিয়ে প্রতিবেশী জামায়াত নেতাদের সঙ্গে বিরোধ ছিল তার। রাতে সালিশের নামে তাকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।”
ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই বলেন, “এ ঘটনা কোনো রাজনৈতিক বিষয় নয়। একটি গাছ নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামিরা জামায়াতের সমর্থক। আসামি ও বাদী প্রতিবেশী। তবে বিএনপি বিষয়টিকে রাজনীতিকরণ করছে।”
ওসি ফয়েজ উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।