এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
Published : 02 Jan 2024, 06:27 PM
নেত্রকোণায় রেললাইনের স্লিপারের হুক খোলা দেখে থানায় খবর দেওয়ার পর সংস্কার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ভোরের দিকে পূর্বধলা উপজেলার জারিয়া বালুঘাট এলাকার ময়মনসিংহ-জারিয়া রেললাইনের অন্তত দশ ফুট লাইনের স্লিপারের হুক খোলা ছিল বলে পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান।
নাশকতার উদ্দেশ্যে হুক খুলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, জেলেরা মাছ ধরতে গিয়ে রেললাইনের স্লিপারের হুক খোলা দেখে থানায় খবর দেয়। পরে রেল কর্তৃপক্ষকে জানিয়ে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করা হয়। রেলের মিস্ত্রীরা হুক স্থাপন করলে সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, রেলপথটি পুরাতন হওযায় স্লিপারের হুক খুলে যেতে পারে। আবার এর পেছনে নাশকতা থাকতে বলেও ধারণা করা হচ্ছে। যাই হোক, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।