“প্রায় তিন মাস পরে আপনাদের মাঝে ফিরতে পেরেছি, আমার মনে আজ ডাবল আনন্দ।”
Published : 22 Jun 2023, 11:32 PM
প্রায় তিন মাস পর বরিশাল নগরীতে ফিরেছেন সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বৃহস্পতিবার বিকালে যুবলীগের চেয়ারম্যান ও মামাত ভাই শেখ ফজলে শামস পরশকে সঙ্গে নিয়ে সড়কপথে বরিশালে যান তিনি।
শহরে ফিরে কালিবাড়ী রোডের সেরনিয়াবাত ভবনে নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাদিক আবদুল্লাহ।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমার পরিবার, আপনারা সবাই জানেন আমি কীভাবে রাজনীতি করি। আজ প্রায় তিন মাস পরে আমি আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। সবার মনে যে আনন্দ, তার থেকে ডাবল আনন্দ আমার মনে।
“যেভাবে আপনারা ছিলেন, সেইভাবে চুপচাপ থাকেন। আমরা তো রাজনীতি করি। আমাদের রাজনীতি করা লাগবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। বরিশালবাসীকে ওয়াদা করেছি তাদের শান্তিতে রাখব।”
এর আগে গত ১ এপ্রিল বরিশাল সিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যান তিনি। এরপর আর ফেরেননি।
পুরো ২ মাস ২২ দিন পর নগরীতে ফিরে সাদিক বলেন, “আমি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখানে সভাপতি একেএম জাহাঙ্গীর আছেন, আমার বাবার প্রতিনিধি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস কাকু আছেন, আমরা সবাই মিলে বরিশালবাসীকে যেন শান্তিতে রাখতে পারি সেই ওয়াদা করছি।”
পাশে থাকা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে দেখিয়ে বলেন, “তিনি শ্রদ্ধেয় বড়ভাই। আমার বাবার পরেই তার অবস্থান। তিনি আমার সঙ্গে এসেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।”
এ সময় যুবলীগ চেয়ারম্যান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “একটি পরিবর্তনশীল সময়ে আপনারা নৌকার প্রতি যে অনুভূতি দেখিয়েছেন আমি নিশ্চিত তা জননেত্রী শেখ হাসিনাকে আনন্দিত ও গর্বিত করেছে। এভাবে যদি আমরা তার সৈনিক হিসেবে নৌকার হাল ধরি, তাহলে ভবিষ্যতেও যে কোনো ধরনের সংকট মোকাবেলা করতে পারব।”
বরিশালে যুবলীগের আসন্ন শান্তি সমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে পরশ আরও বলেন, “সবাই সতর্ক এবং সজাগ থাকবেন, অনেক বড় ষড়যন্ত্রের জাল বিছানো হচ্ছে। আমাদের একমাত্র শক্তি ঐক্য। আপনারা ঐকবদ্ধ থাকুন, সব অপশক্তিকে পরাস্ত করার ক্ষেত্রে জোরালো ভূমিকা আপনারাই রাখবেন।”
নেতাকর্মীদের সঙ্গে কথা শেষে বিকাল ৫টায় আকাশ পথে ঢাকা ফিরে যান সাদিক আবদুল্লাহ।
আগামী ৩ জুলাই বরিশালের নতুন মেয়র হিসেবে শপথ নেবেন সাদিক আবদুল্লাহর চাচা খোকন সেরনিয়াবাত।
আরও পড়ুন:
‘অপরিচিত’ খায়ের আব্দুল্লাহর মনোনয়নে আওয়ামী লীগের আনন্দ মিছিল
বরিশালে হাতপাখার ঝাপটা সামলে বন্দরে ভিড়ল খোকনের নৌকা
বরিশালে সাদিক আব্দুল্লাহ কেন এবার বাদ?
ভোটে চাচার বিপক্ষে ‘যাবেন না’ সাদিক আব্দুল্লাহ
বরিশাল সিটি নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে চাচা-ভাতিজা
বরিশাল বিভাগীয় কমিশনারের বাড়িতে ‘সমঝোতা’ বৈঠকে মেয়র সাদিক আবদুল্লাহ