মিয়ানমারের তিন সেনা সদস্য পালিয়ে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে; এ ব্যাপারে বিস্তারিতভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান বান্দরবানের জেলা প্রশাসক।
Published : 30 Mar 2024, 01:27 PM
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার সেনাবাহিনীর ৩ সদস্য পালিয়ে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের ওই তিন সেনা সদস্য বাংলাদেশে ঢোকেন।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদেরকে হেফাজতে নিয়েছে। তাদেরকে বিজিবির নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়ন দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মো. মোজাহিদ উদ্দিন চৌধুরী বলেন, “মিয়ানমারের তিন সেনা সদস্য সীমান্ত অতিক্রম করে পালিয়ে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে বিস্তারিতভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”
এ ব্যাপারে বিজিবির নাইক্ষংছড়ি ৩১ ব্যাটালিয়ন ও কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
এক দিনে এল বিজিপির আরও ১৭৯ সদস্য
এর আগে ১৫ ফেব্রুয়ারি রাখাইন রাজ্যে যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে দেশটিতে ফেরত পাঠিয়েছিল সরকার।
তাদের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি ৩০২ জন, তাদের পরিবারের চার সদস্য, দুজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।
এরপর ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছিল ১৭৯ জন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা। তাদেরকেও বিজিবির নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নে রাখা হয়েছে। তাদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: