চার হাজার কেজির মধ্যে তিন হাজার ৭২৫ কেজি বীজ অঙ্কুরোদগম হয়নি।
Published : 08 Dec 2024, 09:27 PM
রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের হল রুমে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, বিএডিসি থেকে সরবরাহ করা পেঁয়াজ বীজ জেলায় চার হাজার কৃষকের মাঝে দেওয়া হয়। প্রতি কৃষককে এক কেজি করে বীজ দেওয়া হয়।
এর মধ্যে তিন হাজার ৭২৫ কেজি বীজ অঙ্কুরোদগম হয়নি। যে কারণে সদর উপজেলায় ২০০, পাংশার ৫০০ ও কালুখালী উপজেলায় ৩০০ কৃষকের মাঝে পুনরায় পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে জেলার বাকি কৃষকদেরকেও পেঁয়াজ বীজ দেওয়া হবে। এবার কৃষকদের লাল তীর পেঁয়াজ বীজ দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা তদন্ত করে দেখেছি, কৃষকরা এখনো পেঁয়াজ বীজ বপন করলে ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এর পরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তাদের পাশে আছি।”
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান উপস্থিত ছিলেন।