৩০ ঘণ্টা পর ভোলার অভ্যন্তরীণ পথে বাস চলাচল শুরু

মালিক সমিতির নেতা বলছেন, “শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিলো। এটি অনেক আগের একটি কর্মসূচি।”

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2022, 09:20 AM
Updated : 5 Nov 2022, 09:20 AM

দীর্ঘ ৩০ ঘণ্টা পর ভোলা জেলার অভ্যন্তরীণ পথে বাস চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ভোলা বাসস্ট্যান্ড থেকে ‘স্বপ্ন ছোঁয়া’ নামে একটি বাস যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে গেছে।

এ ছাড়া একই সময় চরফ্যাশন বাসস্ট্যান্ড থেকে অপর একটি বাস ভোলার উদ্দেশে রওনা হয় বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন।

বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ভোলা-চরফ্যাশন পথের সাধারণ যাত্রীদের মধ্যে।

শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রাক্কালে শুক্রবার সকাল ৬টা থেকে ভোলায় স্বল্প ও দূরপ্লালার বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই সময় ভোলা-বরিশাল নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

মহাসড়কে নসিমন-করিমন, অটোরিকশা, থ্রি হুইলার যানবাহন বন্ধের দাবিতে বরিশাল বিভাগের অন্যান্য জেলার মতো ভোলাতে বাস চলাচল বন্ধ ছিল বলে ভোলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম জানান।

শনিবার দুপুরে তিনি আরও বলেন, “শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিলো। এটি অনেক আগের একটি কর্মসূচি।

“শনিবার দুপুর ১২টা থেকে আবারও ভোলা-চরফ্যাশনের সব পথে বাস চলাচল শুরু হয়েছে।”

আরও পড়ুন:

Also Read: বিএনপির সমাবেশ ঘিরে উত্তেজনা, ভোলায় লঞ্চে ভাংচুর

Also Read: বরিশালে বিএনপির সমাবেশের আগে বাস বন্ধ বরগুনায়

Also Read: বরিশালে বিএনপির সমাবেশ: বাধার অভিযোগ ঝালকাঠিতে

Also Read: এবার বরিশালে বিএনপির সমাবেশের আগে লঞ্চ বন্ধ

Also Read: বরিশালে গণসমাবেশ: বঙ্গবন্ধু উদ্যানের অর্ধেক পাচ্ছে বিএনপি

Also Read: বরিশালে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটার অভিযোগ

Also Read: বরিশালে বিএনপিকে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি

Also Read: বরিশালে বিএনপির প্রচারপত্র বিতরণকালে হামলার অভিযোগ, আহত ৫