Published : 03 Nov 2022, 09:30 PM
বিএনপির বরিশালের সমাবেশের আগে শুক্রবার থেকে দুদিন বরগুনায় সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধের ঘোষণা এসেছে।
বৃহস্পতিবার বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন এ কথা জানান।
তিনি বলেন, সড়কে থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে শুক্রবার ও শনিবার দুদিন সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার বিএনপি বরিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন করছে। ইতোমধ্যে তারা বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে, যা বেলস পার্ক নামেও পরিচিত, সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু করেছে।
এর আগে বিএনপির আরও কয়েকটি বিভাগীয় সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট হয়েছে। খুলনায় সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রংপুরে পরিবহন ধর্মঘটের কারণে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।
বরিশালেরটা হবে তাদের পঞ্চম বিভাগীয় সমাবেশ। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে সমাবেশ হয়।
ছগির হোসেন বলেন, “সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘটের পরেও যদি সড়কে অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল বন্ধ না হয় তবে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেব।”
বরগুনা পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেন, সড়কে অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল বন্ধের জন্য ব্যবস্থা নেবেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করলে তখন পুলিশ ফোর্স চাইলে তা দেওয়ার সাধ্যমত চেষ্টা করা হবে।
বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, আওয়ামী লীগপন্থি বাস মালিকরা পরিকল্পিতভাবে বাস ধর্মঘট ডেকেছেন। বিএনপির সমাবেশ বানচালের চেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, তিনিসহ তাদের সাত হাজারের বেশি নেতাকর্মী বরিশালে অবস্থান করছেন। আগামীকালের মধ্যে আরও তিন সহস্রাধিক নেতাকর্মী বিকল্প যানবাহনে বরিশাল যাবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির বলেন, বাস ধর্মঘটের বিষয়ে তারা কিছুই জানেন না।
আরও পড়ুন:
এবার বরিশালে বিএনপির সমাবেশের আগে লঞ্চ বন্ধ
বরিশালে গণসমাবেশ: বঙ্গবন্ধু উদ্যানের অর্ধেক পাচ্ছে বিএনপি
বরিশালে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটার অভিযোগ