Published : 01 Nov 2022, 09:09 PM
বিভাগীয় গণসমাবেশের অনুমতি পেলেও বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পুরো মাঠ ব্যবহার করতে পারবে না বিএনপি।
৫ নভেম্বর মাঠের দক্ষিণ পাশের অর্ধেক বিএনপি ব্যবহার করতে পারবে। আর উদ্যানের উত্তর প্রান্তের স্থায়ীভাবে তৈরি মঞ্চ ও সামনের অর্ধেক জেলা প্রশাসন ব্যবহার করবে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, সেখানে আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে।
বিভিন্ন দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার বিকালে ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবে না বিএনপি এমন আশ্বস্ত করায়‘ জেলা প্রশাসন থেকে বঙ্গবন্ধু উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে দেখা গেছে, জেলা প্রশাসনের অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির করার কাজ চলছে। অদূরে বিএনপির গণসমাবেশের মঞ্চ তৈরির জন্য বাঁশ এনে রাখা হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা প্রশাসন থেকে মাঠের একটি অংশ ব্যবহারের অনুমতি দিয়েছে। বাকি অর্ধেকে ৭ নভেম্বরের প্রশাসন ব্যবহারের জন্য রেখে দিয়েছে।
“বুধবার সকাল থেকে মাঠের মাঝ বরাবর পশ্চিম দিকে ৫০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ তৈরির কাজ করা হবে।”
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত ডেপুটি কালেক্টর) মো. মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানের জন্য তারা একটি অংশ রেখেছেন। সেখানে প্যান্ডেল তৈরির কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, “বিএনপির সঙ্গে কথা হয়েছে। ওই অংশটুকু রেখে বাকি অংশে তারা অনুষ্ঠান করবেন।”
আরও পড়ুন:
বরিশালে বিএনপিকে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি
বরিশালে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটার অভিযোগ
বরিশালে বিএনপির প্রচারপত্র বিতরণকালে হামলার অভিযোগ, আহত ৫