Published : 31 Oct 2022, 12:31 AM
বিএনপির সমাবেশের আগে বরিশালে তিন চাকার যানবাহনের মালিক ও শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে।
রোববার রাতে বরিশাল জেলা আলফা, সিএনজি ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল দাস এ কথা জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল জেলার নকল রুটে মাহেন্দ্র-আলফা, সিএনজি অটোরিকশা, এলপি গ্যাসচালিত ব্লু গাড়ি বন্ধ রাখার জন্য মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে।
পাঁচ দফা দাবি হলো – বরিশাল জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক চালকদের হয়রানি বন্ধ করা, মহানগরী এলাকায় নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা, নগরীর সকল রুটে থ্রি হুইলার গাড়ি চলাচলের ব্যবস্থা করা, গাড়ির ভাড়া বৃদ্ধি করে চার্ট আকারে দেওয়া এবং সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স দেওয়া।
এর আগে গত ২৬ অক্টোবর মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ।
আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি।
তবে বাস ও থ্রি-হুইলার ধর্মঘটে গণসমাবেশে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু ধর্মঘট নয়। আরও অনেক বাধা আসবে। কোনো বাধা সাধারণ মানুষের গণসমাবেশে আসা ঠেকাতে পারবে না। গণসমাবেশে গণজোয়ার হবে।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার বলেন, সরকার ইনডাইরেক্টলি হরতাল ডাকছে বিএনপির সমাবেশকে বানচাল করতে; কিন্তু এই সমাবেশকে ঠেকানো যাবে না কোনোভাবে। জনগণের সমুদ্রে পরিণত হবে সমাবেশস্থল।