Published : 29 Apr 2025, 08:27 PM
আমি ২০২২ সালে নাচ শেখা শুরু করি। আমার গুরু সুমিতা চক্রবর্তীর তত্ত্বাবধানে ভর্তি হই শিল্পকলা একাডেমিতে।
নাচের জগতে পা রাখার পর থেকেই নৃত্যের প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে থাকি। প্রতিটি মুদ্রা, প্রতিটি ছন্দ যেন আমার অন্তরের গভীর অনুভূতি প্রকাশ করে।
নাচ আমার কাছে কেবল শারীরিক অভিব্যক্তি নয় এটি মনের এক গভীর ভাষা। ছোটবেলা থেকেই নাচ আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাল, লয় ও ভঙ্গিমায় আমি আনন্দ ও মুক্তির স্পর্শ খুঁজে পাই।
নাচ বেছে নেওয়ার মূল কারণ হল এর মাধ্যমে আমি আমার আবেগ ও চিন্তাগুলো প্রকাশ করতে পারি। কখনও আনন্দ, কখনও কষ্ট সব অনুভূতিই আমি প্রকাশ করি নৃত্যের মাধ্যমে।
আমি কিশোর-কিশোরী ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছি। প্রতিবার মঞ্চে ওঠার আগে এক অনির্বচনীয় উত্তেজনা কাজ করে আর নাচ শুরু করলেই আমি হারিয়ে যাই এক ভিন্ন জগতে।
নাচ আমার কাছে এক সাধনা। সুখে যেমন নৃত্য করি, দুঃখেও তা সান্ত্বনা হয়ে ওঠে। আমি বিশ্বাস করি নৃত্য মানুষের মনে সৌন্দর্য ও শক্তির এক অনন্য মেলবন্ধন সৃষ্টি করে।
আমার স্বপ্ন ভবিষ্যতে নিজস্ব একটি নৃত্য একাডেমি গড়ে তোলা। যেখানে ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: মৌলভীবাজার।