Published : 28 Apr 2025, 09:48 PM
একদিন বিকেলে আমি আর মা গল্প করছিলাম। গল্পের ফাঁকে মা আমার শৈশবের কথা তুললেন। ছোটবেলায় আমি নাকি সারাক্ষণ খেলায় মেতে থাকতাম।
মা বললেন, আমার প্রিয় খেলা ছিল হাঁড়ি-পাতিল দিয়ে রান্নাবাটি খেলা ছিল আমার সবচেয়ে প্রিয়। মেলা থেকে বাবা আমার জন্য ছোট ছোট হাঁড়ি-পাতিল কিনে আনতেন। আর এসব নিয়ে খেলতে খেলতে সময় পার করে দিতাম।
গাছের লতা-পাতা দিয়ে আমি সেই হাঁড়ি-পাতিলে রান্না করতাম। শুধু কি তাই? রান্না শেষে মাকে জোর করে খাওয়াতাম। মা খাবার নিয়ে এমন অভিনয় করতেন যে, তিনি খেয়েছেন এবং এটা খুবই সুস্বাদু হয়েছে। সেই দৃশ্য দেখে আমি ভীষণ খুশি হতাম।
এতটুক বলে মা একটু চুপ করে থাকলেন। তারপর কিছুটা আক্ষেপ করে বললেন, এখন সময় বদলে গেছে। ব্যস্ততা বেড়েছে বাবা-মায়েদের। ছেলেমেয়েরাও সবকিছু ফেলে স্মার্টফোনে বেশি মগ্ন থাকে।
মা বলছিলেন, আগের দিনগুলো অনেক সুন্দর ছিল।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: শেরপুর।