খুলনায় রূপালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

তার বিরুদ্ধে সাড়ে ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছাড়াও প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার গড়মিলের অভিযোগ আনে দুদক।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2023, 05:30 PM
Updated : 15 Feb 2023, 05:30 PM

টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের খুলনা নগরীর বয়রা মহিলা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামি বাহাউদ্দিন আহমেদ খুলনা নগরীর বয়রা মধ্য পালপাড়ার আলাউদ্দিন আহমেদের ছেলে।

তার বিরুদ্ধে সাড়ে ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছাড়াও প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার গড়মিলের অভিযোগ আনা হয়েছে বলে দুদকের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ জানান।

মামলার নথির বরাতে আবদুল ওয়াদুদ জানান, বাহাউদ্দিন আহমেদ রূপালী ব্যাংক খুলনার বয়রা মহিলা শাখার দায়িত্বে থাকা অবস্থায় ২০২২ সালের ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সাতটি লেনদেন করেন।

এ সময়ে তিনি স্বাক্ষর জাল করে অন্যের হিসাব থেকে টাকা উত্তোলন করেন।

ব্যাংক লেনদেনের সময় তিনি কৌশলে শাখা ব্যবস্থাপক মাসুকা নাসরিন ও জোতিপ্রভা রায়ের আইডি ব্যবহার করে টাকাগুলো আত্মসাৎ করেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।