কুমিল্লায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ: আটক ছাত্রদল নেতা

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পেলে গ্রেপ্তার দেখানো হতে পারে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2024, 09:47 AM
Updated : 9 March 2024, 09:47 AM

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে নগরীর রাজাপাড়া এলাকা থেকে আবু সুফিয়ান অন্তুকে তারা আটক করেন বলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান।

আটক ২৭ বছর বয়সী অন্তু কুমিল্লা মহানগর ছাত্রদলের সদস্য।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে রাজাপাড়া মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের সমর্থকের সঙ্গে বাস প্রতীকের প্রার্থী তাসমীন বাহার

সূচনার সমর্থকদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হন। পরে দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কায়সারও দাবি করেছেন যে, গুলিবিদ্ধ দুই ব্যক্তি তার সমর্থক। তাদের নাম-জহিরুল ইমসলাম ও মো. তুহিন।

ওসি আলমগীর বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সাঁড়াশি অভিযানে নামে। এ সময় ছাত্রদল নেতা অন্তুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পেলে গ্রেপ্তার দেখানো হতে পারে। আপাতত অন্তু তাদের হেফাজতে রয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে শনিবার সকাল ৮টায় একযোগে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

Also Read: কুমিল্লায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২