ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসগুলো যাত্রীতে পরিপূর্ণ, ভাড়াও কয়েকগুণ বেশি; একই পথ ট্রাকে পাড়ি দিতে খরচ হচ্ছে ৩০০ টাকা।
Published : 27 Jun 2023, 08:32 PM
গণপরিবহন সংকট, টিকেট না পাওয়া, যানজটসহ পথের সব ভোগান্তি মাথায় নিয়েই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ছুটছে মানুষ।
গণপরিবহনের তুলনায় ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বাসের সংকট। ফলে ট্রাক, পিকআপসহ ছোট-বড় যে ধরনেরই যানবাহন পাওয়া যাচ্ছে, তাতে চেপেই গন্তব্যে ছুটছেন মানুষ।
মঙ্গলবার বিকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।
গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় এলাকায় গ্রামের বাড়ি রংপুরে যাওয়ার পথে কথা হয় ব্যবসায়ী জহিরুল ইসলামের সঙ্গে।
তিনি বলেন, “দুপুর ২টা থেকে অপেক্ষা করেও বাসে উঠতে পারিনি। অবশেষে স্ত্রী-সন্তান নিয়ে মাথাপিছু ৫০০ টাকা ভাড়ায় ট্রাকে উঠেছি।”
ঈদের এই যাত্রায় বাসে জায়গাভেদে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেল।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তা এলাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত ৩০০ টাকায় যাত্রী তুলছিলেন ট্রাক চালক সোলায়মান মিয়া।
তিনি বলেন, সোমবার রাতে ঢাকার কমলাপুর এলাকায় কোরবানির গরু নিয়ে এসেছিলেন তিনি। ঢাকা থেকে ফেরত যাওয়ার সময় টঙ্গীতে অপেক্ষমান বহু মানুষকে দেখতে পান। পরিবহন সংকটের কারণে সাধারণ মানুষকে পথের ধারে অপেক্ষা করতে দেখেই তার মাথায় যাত্রী পরিবহনের চিন্তা আসে।
ট্রাকে করে ময়মনসিংহে যাচ্ছিলেন মো. আজিজুল। তিনি জানান, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসে উঠতে পারেননি। ঢাকা থেকে যে বাসগুলো ময়মনসিংহ যাচ্ছে সেগুলো যাত্রীতে পরিপূর্ণ, ভাড়াও নিচ্ছে কয়েকগুণ বেশি। ট্রাকে ৩০০ টাকায় ময়মনসিংহের বাইপাস পর্যন্ত যাচ্ছি। এতে বাসের চাইতে কম খরচ হচ্ছে। বৃষ্টি ঠেকাতে ছাতাও সঙ্গে নিয়েছেন বলে জানান আজিজুল।
২১ জন যাত্রী নিয়ে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শেরপুর যাচ্ছিল একটি পিকআপ।
৩৫০ টাকা দিয়ে এর যাত্রী হয়েছেন নুরুল ইসলাম। তিনি জানান, পিকআপটির যাত্রীরা সবাই গাজীপুরের বিভিন্ন কারখানায় কাজ করেন। বাসে অতিরিক্ত ভাড়া, বাস পেতে ভোগান্তিসহ নানাকিছু বিবেচনায় নিয়ে সবাই মিলে পিকআপ ভাড়া করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।
এতে ঝুঁকি থাকলেও বাড়ি যাওয়ার আনন্দের কাছে সেটি মাথায় রাখছেন না পিকআপের যাত্রীরা। বৃষ্টি ঠেকাতে বাঁশ ও ত্রিপল দিয়ে বিশেষভাবে ছাউনিও তৈরি করে নিয়েছেন তারা।
তবে যাত্রীদের এখাবে পিকআপ বা ট্রাকে ভ্রমণ না করতে অনুরোধ করলেন মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস।
তিনি বলেন, “মহাসড়কে অনেকেই ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমাদের নজরে এলেই যাত্রীদের বুঝিয়ে নামিয়ে দিচ্ছি। যাত্রীদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন ঝুঁকিপূর্ণভাবে ঈদযাত্রায় শামিল না হন।”
আরো পড়ুন: