শুনানির দিন উপস্থিত না থাকায় হেফাজতে ইসলামের এ নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করে নারায়ণগঞ্জের একটি আদালত।
Published : 25 Jun 2024, 06:57 PM
ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা একটি ধর্ষণ মামলায় পূর্ব নির্ধারিত শুনানি দিন ধার্য ছিল। তবে আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। পরে মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে আছেন এসআই এস এম শফিকুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, “মামুনুল হক শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন। আমরা আদালতে সময়ের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা না মঞ্জুর করেছে।”
গত ৪ এপ্রিল এই আদালতে ধর্ষণ মামলা থেকে জামিন পেয়েছিলেন মামুনুল হক।
আরও পড়ুন:
ধর্ষণ মামলায় জামিন হেফাজত নেতা মামুনুল হকের
দুই বছর পর পাঁচ মামলায় মামুনুলের জামিন, মুক্তি নয় এখনই
মামুনুল হকের ধর্ষণ মামলায় ফরেনসিক ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
'ধর্ষণ': স্বীকারোক্তির পর ডিএনএ টেস্টে ভিন্ন ফল, আসামির জামিন